আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, এনসিপি সেই পথেই রাজনীতি করছে: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদের আদর্শ ও সংগ্রামকে অনুসরণ করেই দলটি রাজনীতি করছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে এক আবেগঘন বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আবরার আমাদের বাংলাদেশপন্থি রাজনীতির পথ দেখিয়ে গেছেন—যেখানে ভারতের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। এনসিপি সেই পথেই গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, “আবরার ফাহাদের মিছিলে উঠে এসেছিল ‘দিল্লি না ঢাকা’ স্লোগান। সেই প্রতিবাদ আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”
আবরারের স্মরণে আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তাঁর বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
নাহিদ ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০১৯ সালের আবরার ফাহাদ হত্যাকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আবরারের মৃত্যু এবং তার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী চেতনার ভিত্তি তৈরি করেছে।”
তিনি আরও জানান, গত ১৬ বছরে যারা গুম, খুন বা নির্যাতনের শিকার হয়েছেন—তাদের সকলের স্মৃতিকে ধারণ করেই “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সংগঠিত হচ্ছে। আবরারের মত শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য।



