Logo
Logo
×

সারাদেশ

পদ্মা সেতু প্রকল্পের নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, মুহূর্তে বিলীন ১৯ স্থাপনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

পদ্মা সেতু প্রকল্পের নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, মুহূর্তে বিলীন ১৯ স্থাপনা

ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মাঝিরঘাটে পদ্মা সেতু প্রকল্পের নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই ধ্বংসযজ্ঞে মুহূর্তেই পদ্মায় বিলীন হয়েছে ছয়টি বসতবাড়ি ও ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মাঝিকান্দি-নাওডোবা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৪টার পর ভাঙনের গতি আরও বেড়ে যায়। নদীর তীব্র স্রোতে একের পর এক ঘরবাড়ি আর দোকান তলিয়ে যেতে থাকে। আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি ও ওছিম উদ্দিন মুন্সি কান্দি—এই তিন গ্রামের অন্তত ৬০০ পরিবার এখন সরাসরি নদীভাঙনের হুমকির মুখে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল দুই কিলোমিটার দীর্ঘ রক্ষা বাঁধ। কিন্তু গত বছরের নভেম্বর, চলতি বছরের জুন এবং সর্বশেষ জুলাইয়ে বড় ধরনের ভাঙনে বসতবাড়ি ও দোকানপাট নদীগর্ভে হারিয়ে গেছে।

স্থানীয়দের দাবি, বাঁধে ফাটল ধরা পড়ার পর প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জলিল সরদার বলেন, “অবহেলার কারণেই আজ এই দুর্যোগ। এখনই টেকসই বাঁধ না হলে পুরো গ্রাম বিলীন হয়ে যাবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানান, প্রশাসন ভাঙন কবলিতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে, ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, “আজকের ধস প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন