হাটহজারীতে তিনদিনব্যাপী পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম
ছবি - পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে তিনদিনব্যাপী পবিত্র আশুরা মাহফিল
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৩নং দক্ষিণ মাদার্শা সি ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় হাজী আলীম উদ্দিন মিস্ত্রী জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী এবং প্রবাসী পরিষদের সার্বিক সহযোগিতায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে তিনদিনব্যাপী পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ম দিবসে কল্যাণ-এর সহযোগিতায় ৪ জুলাই সকাল ১০টায় বিনামূল্যে রক্ত গ্রুপিং নির্ণয়, বিকাল ৩টায় পবিত্র খতমে কুরআন, বাদে আছর পবিত্র খতমে মুজমুয়ায়ে সালাতে রাসুল (দঃ) এবং বাদ এশা জিকরে মোস্তফা মাহফিল সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক পারভেজের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২য় দিবসে সকাল ১০টায় হাজী আলীম উদ্দিন মডেল মাদরাসার ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদর্শনী, বাদে আছর হযরতুল আল্লামা আব্দুল কাদের আশরাফী (রহঃ) সহীহ কোরআন শিক্ষা কোর্সের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদর্শনী এবং বাদ এশা পবিত্র গাউসিয়া শরীফ ও বাদ এশা মিলাদ মাহফিল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তকরীর পেশ করেছেন আল্লামা মুহাম্মদ ফকর উদ্দীন আলকাদেরী, হাফেজ ক্বারী ইদ্রিস রেজবী।
৩য় দিবসে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হুজুর আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী (মাঃজিঃআঃ)। তকরীর পেশ করেন হযরতুল আল্লামা মিজানুর রহমান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দীন আলকাদেরী। উপস্থিত ছিলেন মওলানা মুহাম্মদ তফাজ্জল হোসেন আলকাদেরী, মওলানা লোকমান হাকিম আলকাদেরী, মওলানা মুহাম্মদ তানভীর কুতুবীসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
প্রতিদিন মিলাদ কিয়াম পরিবেশন করেন ও মাহফিল পরিচালনা করেন মওলানা মুহাম্মদ আবদুল গফুর আনোয়ারী ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক পারভেজ। পরে দেশের ও প্রবাসের সকল সদস্যদের জন্য, যারা এ সংগঠনের খেদমত এবং উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং শোহাদায়ে কারবালা স্মরণে তিনদিনব্যাপী অর্থ দিয়ে, ছাগল দিয়ে, শ্রম দিয়ে এবং উপস্থিত হয়ে এ মাহফিলকে সফল ও সার্থক করেছেন তাদের জন্য দোয়া করা হয়। আগামী বছর আবারো ৩ দিনব্যাপী মাহফিল করার ঘোষণা করা হয়। যারা অর্থ ও শ্রম দিয়ে এবং উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন তাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।



