বগুড়ায় অভিমান করে পালিয়ে যাওয়া ছাত্রদল নেতা জয়পুরহাটে উদ্ধার
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম
ছবি - বাবার সঙ্গে ছাত্রদল নেতা
পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছাত্রদল নেতা কারিমুল হাসানকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ জুলাই) জয়পুরহাট সদর উপজেলার শ্যামপুর পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কারিমুল (১৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি সাইক পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক । রবিবার সকালে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ জুলাই কারিমুল নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩১৪) করেন। এরপর থেকেই পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশের একটি দল এসআই জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় জয়পুরহাট সদর থানা এলাকার শ্যামপুর পুরানাপৈল থেকে তাঁকে উদ্ধার করা হয়।
তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



