Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত

ছবি - নিহতের স্বজনদের আহাজারি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও ইয়াসিন মোল্লা (১৮)। তাদের মধ্যে চালকের বাড়ি খুলনা ও হেলপারের বাড়ি গোপালগঞ্জে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারাভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ আরও একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ইয়াসিন, ওই ট্রাকচালক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ করে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে নিচে চাপা পড়ে ইয়াসিন ও ড্রাইভার অফরান।


এ সময় আরেক চালক গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আজ সকালে উল্টে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের ড্রাইভার আফরানের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন