Logo
Logo
×

সারাদেশ

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

ছবি - যুবদল নেতা আলমগীর

চট্টগ্রামের রাউজান উপজেলায় কিশোরদের দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে ঘুষির আঘাতে মুহাম্মদ আলমগীর (৪৫) নামে এক যুবদল নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, আলমগীরের দোকানের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে কিশোরদের দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। ভুক্তভোগী তাদের মারামারি থামানোর চেষ্টা করছিলেন। এমন সময় একজনের ঘুষির আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের টিমও পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষে এখনো অভিযোগ দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অভিযোগ এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন