
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ :
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
-6866a8b04ecf8.jpg)
ছবি- যুগের চিন্তা
আঠারোবাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে পুলিশ লাইনসে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য পাওয়া যায়।
অফিস আদেশে জানানো হয়, প্রশাসনিক কারণে কিশোরগঞ্জ রেলওয়ে ওসি লিটন মিয়াকে রেলওয়ে পুলিশ লাইনসে লাইনওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে বাহাউদ্দিন ফারুকীকে কিশোরগঞ্জ রেলওয়ে থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,প্রশাসনিক কারণে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো: লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই কারণে এ.এস.আই পারভেজ কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন আঠারবাড়ি রেল স্টেশনের নিকটে উত্তর বনগাঁও এলাকার রতন মিয়া বসতবাড়ি অবস্থিত। আজ থেকে দশ বছর আগে রতন মিয়া রেলওয়ের সীমানা থেকে সাত ফুট দূরে নিজের মালিকানাধীন বসতবাড়ির চৌহদ্দিতে দুইটি রেন্ট্রি গাছ রোপণ করেন। গাছ রোপণের পর উক্ত দশ বছরের মধ্যে রেল কর্তৃপক্ষের কেউ গাছ লাগানো নিয়ে কোন অভিযোগ করেনি।
এ অবস্থায় গত (১৭ জুন) মঙ্গলবার নতুন ঘর নির্মাণের প্রয়োজনে গাছ দুটি কেটে ফেলা হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার দুইজন পুলিশ সদস্য বাড়িতে এসে রেলের জমিতে গাছ কাটার অভিযোগ এনে থানায় যেতে নির্দেশ দেন। সে মোতাবেক পরদিন বুধবার রতন মিয়ার প্রতিবন্ধী স্ত্রী কমলা বেগম এবং মেয়ের জামাই দীন ইসলামকে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় আসেন। থানায় যাওয়ার পর ওসি লিটন মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ভয় দেখিয়ে জেল-জরিমানাসহ বিভিন্ন ধরণের হুমকি ও ভয়-ভীতি প্রদান করেন।
এ সময় তাদেরকে ওসি লিটনের সাথে থাকা এক পুলিশ সদস্য ১০ হাজার টাকা দিতে বললে কমলা বেগম তিন হাজার টাকা দেন এবং মেয়ের জামাই মোবাইল থেকে দুই হাজার টাকা তুলে মোট ৫ হাজার টাকা ওসি লিটনের হাতে দেন। পরে বাড়ি যাওয়ার পথে মেয়ের জামাই দ্বীন ইসলামকে ওসি লিটন মিয়া ফোন দিয়ে বলেন গাছ কাটতে আর কোনো সমস্যা নেই।