
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

লক্ষ্মীপুর প্রতিবেদক :
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম
-686683ca34e20.jpg)
লক্ষ্মীপুরের রামগতিতে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় মালবাহী ট্রাক্টর ট্রলি। এতে সামিয়া আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর এলাকার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেনের একমাত্র মেয়ে। তার এই অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সামিয়া ও তার কয়েকজন সহপাঠী সিএনজিতে করে বাড়ি ফিরছিল। স্টিল ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক্টর ট্রলি সিএনজিকে চাপা দেয়। এতে সামিয়া ও অন্য তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সামিয়া মারা যায়। অন্যদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই ট্রাক্টর টলি ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”