Logo
Logo
×

সারাদেশ

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ মেলেনি

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৮ এএম

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ মেলেনি

ছবি -সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চা-দোকানি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে বলে জেনেছি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি ঘাস কাটতে গিয়েছিলেন এবং বিএসএফের গুলিতে নিহত হন। তবে মরদেহ এখনও আমরা পাইনি, তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনার বিষয়ে জানতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও উত্তর মেলেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন