ফেনীর সীমান্তে বিজিবির অভিযান: ১ কোটি টাকার চোরাচালান জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
ছবি- সংগৃহীত
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযানে আনুমানিক ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) ভোরে পরিচালিত এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ভর্তি কার্টুন ও কয়েকটি গরু জব্দ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্য কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।



