Logo
Logo
×

সারাদেশ

বহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার

Icon

ময়মনসিংহ প্রতিনিধি :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

বহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্বজনেরা। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় তিনজনের প্রাণহানি হলো।

নিহতরা হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যেতে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় ওঠে। কিন্তু ময়মনসিংহের দত্তের বাজারসংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তিনজন।

পরে মঙ্গলবার দুপুরে শাপলা আক্তার (১৫) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর বাকি দুই শিশুর মরদেহ আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাঁশিয়া এলাকা থেকে উদ্ধার হয়।

চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, ভোরে নিহতদের স্বজনরা নৌকা নিয়ে নদে তল্লাশি চালান। একপর্যায়ে বাঁশিয়া এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে উদ্ধার করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন