Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে রেলওয়ে থানার

ওসির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

ওসির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন। ছবি: যুগের চিন্তা

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা  দুর্নীতিবাজ ওসি লিটনকে অবিলম্বে প্রত্যাহারসহ বিচারের দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।

এলাকাবাসীর অভিযোগ, রেলওয়ে থানার ওসি লিটন মিয়া মামলাবাণিজ্য, বিচারপ্রার্থীর সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ধামকি দিয়ে টাকা আদায়সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে থানায় আটকে রেখে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াসহ মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ করেন তারা। তাকে দ্রুত অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।

এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী কমলা বেগম, দীন ইসলাম, জেলা যুবদল নেতা ফারুকসহ অন্যরা। মানববন্ধনে জেলা যুবদলের সহসম্পাদক ওমর ফারুক, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম সাদ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় আঠারোবাড়ি এলাকার ভুক্তভোগী দ্বীন ইসলাম অভিযোগ করেন, পৈত্রিক গাছ কাটা নিয়ে রেলওয়ে পুলিশ বাড়ি গিয়ে তাকে থানায় আসতে বলেন। এরপর রেলের মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তাদেরকে ৫ হাজার টাকা দিলে গাছ কাটতে আর সমস্যা নেই বলে ফোন করে জানান ওসি লিটন।

কমলা বেগম বলেন, গাছ কাটতে বাধা দিয়ে বলে থানায় আসতে। থানায় আসার পর ৫ ঘণ্টা জিম্মি করে টাকা দাবি করলে ৩ হাজার টাকা দিলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার মেয়ের জামাই মোবাইল থেকে ২ হাজার টাকা তুলে মোট ৫ হাজার টাকা দিলে গাছ কাটতে আর সমস্যা নেই বলে জানান ওসি লিটন মিয়া।

অভিযোগের বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তাই এ বিষয়ে  কোন মন্তব্য চাচ্ছি না।’

facebook Link:

https://www.facebook.com/share/v/158Qgezhkss/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন