দোহারে বিএনপির নেতাকে গুলি করে হত্যা
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
ছবি-যুগের চিন্তা
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৬টায় বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন হারুন মাষ্টার। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত বিএনপির নেতা হারুন মাষ্টার বাহ্রা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

হারুন মাষ্টারের ভাতিজা মো.শাহিন বলেন,প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচায় হাটঁতে বের হয়। এ সময় তিন যুবক তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের নুসরাত তারিন বলেন, তাঁর মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছূ দিন যাবত নয়াবাড়ীতে বিএনপির দুটি গ্রুপরে মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সেই জের হিসেবে ঘটছে কি না খতিয়ে দেখতে হবে।
এ ঘটনায় খবর পেয়ে দোহার থানার ওসি হাসান আলী ঘটনাস্থ পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।



