Logo
Logo
×

সারাদেশ

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

Icon

পিরোজপুর প্রতিনিধি :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

ছবি - সংঘর্ষে আহতরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দিনগত রাতে মঠবাড়িয়া পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংঘর্ষ হয়।

এদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি তিনজন আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন, সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ নিশাদ, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী মো. সোহাগ তালুকদার ও টিকিটা ইউনিয়ন বিএনপি কর্মী মো. ইউসুফ খান ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বিএনপির কমিটি গঠনে বিভিন্ন ওয়ার্ডের ৫০০ সদস্য আবেদন ফরম বাছাই প্রক্রিয়া চলছিল। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ওই বাছাই কর্মসূচি চলাকালে দলের কয়েকজন ছাত্রদল ও বিএনপি কর্মীর মধ্যে বিরোধ দেখা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই ছাত্রদল নেতাসহ ছয় বিএনপি কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দলীয় নেতারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ার্ড সম্মেলন শেষে সদস্য ফরম যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্য কিছু সদস্য ফরম নিয়ে দলীয় মতবিরোধ হলে পুনরায় যাচাই বাছাই চলছিল। এ নিয়ে কিছু নেতাকর্মীর মধ্যে পুনরায় মতবিরোধ দেখা দেয়। এতে প্রথমে বিবাদ সৃষ্টি হলে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের এক নেতা মারধরের শিকার হলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ছয় নেতাকর্মী আহত হয়। পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনা নিয়ন্ত্রণ করে। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন