
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম
অপহরণ : চক্রের প্রধান ‘নবি হোসেন ও ডাকাত শাহ আলমকে’ খুঁজছে র্যাব

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০২:২৮ পিএম

ছবি - র্যাবের পোশাকসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়
কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ চক্রের প্রধান রোহিঙ্গা সন্ত্রাসী নবি হোসেন ও স্থানীয় ডাকাত চক্রের প্রধান শাহ আলমকে খুজছে র্যাব। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২০১৯ সালে বহিষ্কৃত সৈনিক মো. সুমন মুন্সীসহ একটি চক্রে র্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা জানাজানি হওয়ার পর প্রকাশ্যে আসে চক্রের প্রধান দুই জনের নাম।
ঘটনার পরে থেকে র্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে গত ১৩ দিনে সেনাবাহিনীর বহিষ্কৃত সৈনিক সুমনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে র্যাবের পোশাকসহ বিপুল অস্ত্র উদ্ধার করেছে।
সোমবার কক্সবাজারস্থ র্যাব-১৫এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এসব তথ্য জানান।
মূলত সর্বশেষ রবিবার কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকার নিজবাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে গ্রেপ্তারের পর সোমবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব।
গ্রেপ্তার মো. জায়েদ হোসেন ফারুক (২২), উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
অভিযানে অপহরণে ব্যবহৃত ৪টি র্যাবের পোশাক, একটি র্যাবের ফেইক আইডি কার্ড, একটি হ্যান্ডকাফ, একটি বিদেশি পিস্তল, দুটি দেশি অস্ত্র, ১০ রাউন্ড তাজা অ্যামুনেশন, ১১ রাউন্ড এমটি কার্টিজ ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
এর আগে বহিষ্কৃত সৈনিক মো. সুমন মুন্সী ছাড়াও আফ্রিদি, আব্দুল গফুর, শিকদার ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।