
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আটক

সাতক্ষীরা প্রতিনিধি :
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০১:৪১ পিএম

ছবি - সংগৃহীত
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশিদকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা পৌর সদরের সুলতানপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক হারুন-অর রশিদের মেয়ে নুশরাত রশীদ তন্বী বলেন, তার বাবা রাজনীতির সঙ্গে জড়িত তবে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। তাদের জানা মতে, তার বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই। হার্টের রোগী হওয়ার কারণে তিনি গত ১০ মাস ধরে বাড়িতে অবস্থান করছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।