
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ,(জামালপুর) প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৭:২২ পিএম

ছবি-সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফেরদৌস নামের ( ৯ )বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বকশীগঞ্জ থানার বগারচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালপুর দক্ষিণ বেপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই গ্রামের চান মিয়ার ছেলে । সে ধারারচর ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।
পরিবার সূত্রে জানা যায় নিহত ফেরদৌস নিজ ঘরের টপ বারান্দায় উঠে সেখানে বিদ্যুতের তারে হঠাৎ জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পাড়াপড়শি ঘটনাস্থলে আসে।
২নং বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন দুঃখজনক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।