Logo
Logo
×

সারাদেশ

আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না: নাজমুল হাসান

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৭:১৫ পিএম

আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না: নাজমুল হাসান

আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান। 

শনিবার (২৮ জুন) গণ অধিকার পরিষদ হোমনা উপজেলার নবগঠিত কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নির্ধারণে দল ও অঙ্গসংগঠনর নেতাদের নিয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

হোমনা- মেঘনায় প্রতিটি ওয়ার্ডে গণ অধিকার পরিষদের সংগ্রামী ইতিহাস ভুলে ধরতে হবে। এই সময় তিনি বলেন গণ অধিকার পরিষদ তাদের প্রোগ্রামে ভাড়াটে কামলা দিয়ে প্রোগ্রাম সাজাতে চায় না,আদর্শিক নেতা কর্মী তৈরি করতে হবে। ‘২০২৪ সালের জুলাই গণ– অভ্যুথানে ২ হাজার এর অধিক শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে মুষ্টিমেয় কিছু মানুষের কারনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কুক্ষিগত করা হচ্ছে । জুলাই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই রাজনীতি ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না।'

নাজমুল হাসান আরও বলেন, রক্তের শপথ, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। ‘কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারো মানুষের রাজপথ ভেজানো রক্তের মধ্য দিয়ে এই খুনি-ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে আমরা পুনর্বাসিত হতে দেব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।’ গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আর কখনো কোনভাবেই কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেয়া হবে না।'অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দেবে না বলেছে।

হোমনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি ফয়জুল্লাহ ফয়েজ, সাধারণ সম্পাদক গিয়াস হৃদয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) রুপ মিয়া হোসেন রাজ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিব, মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান, যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,হোমনা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রাজ,সাংগঠনিক সম্পাদক মনিরুল হক সহ হোমনা -মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন