
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০২:৪৯ এএম
উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:০৬ পিএম

ছবি-সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। ঘটনায় বাসের চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।
রবিবার দুপুর দেড়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী স্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
নিহত ইফাত রিমু (১৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
আহত ছাত্রীর নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে আরিফুল ইসলাম বলেন, দুপুরে ইফাত রিমু মাদ্রাসার এক সহপাঠিনীসহ বাড়ি ফিরছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় তাদের টেকনাফমুখী সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে চালক ও সহকারী গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছে বলে জানান ওসি।