
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৭ পিএম
রামুতে ডাকাতকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:০০ পিএম

ছবি - সংগৃহীত
কক্সবাজারের রামুতে ডাকাত দলের সদস্য আবদুল মন্নানকে (২৬) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মন্নান একই এলাকার মছন আলীর ছেলে। রামু থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে স্থানীয় এক যুবতীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। যুবতীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশিরা জড়ো হন।
ফরিদ বলেন, এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আবদুল মন্নান স্থানীয় একটি পাহাড়ের জঙ্গলে লুকিয়ে থাকে। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী পাহাড়টি ঘেরাও করে তার খোঁজ করতে থাকে। পরে তার সন্ধান পেলে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বাবা ও আরও তিনভাই ডাকাতিতে জড়িত।