
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৩:২২ এএম
রূপগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, প্রতিনিধি :
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

ছবি - বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৫০২ টাকা। রোববার (২৯ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার ভূমি তাছবির হোসেন, তারিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
এর আগে, উপজেলা মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।