Logo
Logo
×

সারাদেশ

ইউনূস সাহেবের সরকারের মধ্যে একটা অপশক্তি আছে : বাসুদেব ধর

Icon

চট্টগ্রাম প্রতিবেদক :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:৪১ পিএম

ইউনূস সাহেবের সরকারের মধ্যে একটা অপশক্তি আছে : বাসুদেব ধর

ছবি-সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে যে প্রক্রিয়ায় পূজা মণ্ডপ উচ্ছেদ করা হয়েছে তাতে হিন্দু সম্প্রদায় অপমানিত হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। আজ শনিবার (২৮ জুন)  দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ প্রতিবাদ জানান তিনি। 

বাসুদেব ধর বলেন, ‘আমাদের কোনো অভিযোগ থাকত না, যদি রেলওয়ের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সবগুলো নিয়ম অনুযায়ী এবং নির্ধারিত সময় দিয়ে গুঁড়িয়ে দেওয়া হতো। কিন্তু যে পদ্ধতিতে দুর্গা মন্দিরটি অপসারণ করা হয়েছে, তাতে হিন্দু সম্প্রদায় অপমানিত বোধ করছে।

আমাদের পবিত্র দেবী মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম সম্মান দেখানো হয়নি। এ কোন বাংলাদেশে রয়েছি আমরা।’ তিনি বলেন, ‘ইউনূস সাহেবের সরকারের মধ্যে একটা অপশক্তি আছে, যারা তাঁর স্বপ্নকে বাস্তবায়িত হতে দিতে চায় না।

তারা পদে পদে বিঘ্ন ঘটাচ্ছে, সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করছে। দেশের জনগণ স্বপ্ন থেকে বিচ্যুত হলে ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে।’ 

সম্প্রতি লালমনিরহাটে ধর্ম অবমাননার ‘মিথ্যা অজুহাতে’ পিতা-পুত্রকে হয়রানি ও গ্রেপ্তার এবং ঢাকার খিলক্ষেতে পূজা মণ্ডপ উচ্ছেদসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘অব্যাহত নির্যাতনের’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাসুদেব বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেটা ৫৪ বছরের বৈষম্য নির্যাতন থেকে মুক্তি পাবে।

আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী। শপথ গ্রহণের পর তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন। বলেছিলেন, আমরা বাংলাদেশকে এক পরিবার হিসেবে দেখতে চাই। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটবে না,  বৈষম্যের অবসান হবে। বাংলাদেশে পূজা হবে পুলিশ-র‌্যাব-সেনাবাহিনীর অনুপস্থিতিতে।

এমন একটি  বাংলাদেশ আমরা গড়ে দিয়ে যাব। আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি, আমরা যা স্বপ্ন দেখেছিলাম তা পূরণ হয়নি। এখন আমাদের আরো জোর প্রতিবাদ করতে হচ্ছে। আমাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে এবং আমরা এক ভয়াবহ অন্ধকারের মধ্যে পড়ছি।

ঐক্য পরিষদের চট্টগ্রাম শাখার সভাপতি পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন মহানগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন