
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ এএম
কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটি গঠন

কড়িগ্রাম প্রতিবেদক :
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:০০ পিএম

কুড়িগ্রামে ব্যাপক হারে মাদক বিস্তার, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা ,কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে 'মাদক প্রতিরোধ কমিটি কুড়িগ্রাম জেলা' গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে শহরের নাজিরা নতুন শহরসহ অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম,সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নিম্নে কমিটির তালিকা দেওয়া হলো :