ছবি-সংগৃহীত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহগ্রাম এলাকায় ২য় বাইপাসে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ বাদশা( ৫৫)। তিনি খোট্টাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান।
পুলিশের এ কর্মকর্তা জানান, ২য় বাইপাস মহাসড়কে বাদশা একাই তাঁর অটোভ্যান নিয়ে মাদলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুজাবাদ দহগ্রাম এলাকায় একটি ট্রাক মহাসড়কের উঠার সময় ধাক্কা দেয়। এতে অটোভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাদশা মারা যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।



