Logo
Logo
×

সারাদেশ

যশোরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৫০ জন

Icon

যশোর প্রতিনিধি :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:১৫ পিএম

যশোরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৫০ জন

ছবি - বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা দেড় শ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন

যশোরে গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা দেড় শ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শুক্রবার (২৭ জুন) বিকেলে জেলা প্রেস ক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে দলীয় ফরম পূরণ করে নেতাকর্মীরা নতুন দলে যোগদান করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও যশোরের নেতৃবৃন্দ যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার।

অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে কোনো দেশের গোলামি করার জন্য নয়। এ দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, আর কেউ যেন একনায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাস-চাঁদাবাজি করতে না পারে সেটি ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে করতে হবে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চায়। রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সম-অধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপির পথচলা অব্যাহত থাকবে। নতুন সদস্যদের যুক্ত হওয়ায় যশোর জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে এনসিপি যশোর জেলা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক নুরুজ্জামান, জেলা সংগঠক বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা শাখার দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন