
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে : ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৯:৪৯ এএম

ছবি - দুর্ঘটনার পর উদ্ধার অভিযান
মুন্সীগঞ্জের হাসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। শনিবার (২৮ জুন) ভোরে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোরের মধুগ্রাম থানার বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ থানার ইনসান আলির ছেলে ডা. জালাল (৬৫), ডা. আব্দুল হালিম (৫৫) এবং বাসচালকের সহকারী পাগলাদাহ থানার মো. বাপ্পির ছেলে হাসিব (৩২)। তারা সবাই যশোরের বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, যশোর থেকে ঢাকাগামী নাইট কোচ হামদান এক্সপ্রেস চলন্ত এক ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপে রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান দুইজন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।