
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০২:৩৫ এএম
টেকনাফে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক :
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম

ছবি-সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান,স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।
মৃতরা হলো, একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।
স্থানীয়দের বরাতে মোহাম্মদ আলী বলেন,দুপুরে অভিভাবকদের অগোচরে বৃষ্টির পানি জমে থাকা স্থানীয় একটি বিলে প্রতিবেশী কয়েক শিশু মিলে খেলাধূলা করছিল। এক পর্যায়ে বিলের গভীর পানিতে দুই শিশু ডুবে যায়। এসময় সেখানে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে।পরে উদ্ধার শিশুদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।