
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম
বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ৭ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৯:০৯ পিএম

ছবি-যুগের চিন্তা
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ২৫ জুন গোপন তথ্যের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৭ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরা হলো জয় (২০),খাদিজা (২১),আম্বিয়া (৪০),ফাতেমা (২১),পরিমনি (১৯),নাছরিন (২১) এবং সুমাইয়া (১৯)। তাদের কাছ থেকে ১০৪টি গাঁজা (৫৭২ গ্রাম) এবং ৭,৫২২ টাকা জব্দ করা হয়।
তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।