Logo
Logo
×

সারাদেশ

এইচএসসি পরীক্ষা : হলে ছাত্রদল নেতা, কেন্দ্রসচিবকে শোকজ

Icon

নাটোর প্রতিনিধি :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম

এইচএসসি পরীক্ষা :  হলে ছাত্রদল নেতা, কেন্দ্রসচিবকে শোকজ

ছবি - সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

জানা যায়, সারা দেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের এক শ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার। কক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে তিনি কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যান তিনি। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে রাকিব কক্ষে প্রবেশ করেছেন বলে জানতে পেরেছেন তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম পরোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে রাকিব সরদার বলেন, ‘ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষে যাই। সেটি দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসি। অসৎ উদ্দেশে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন