পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার হাসপাতালে মৃত্যু
জয়পুরহাট প্রতিবেদক :
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি-সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ন আহবায়ক রেজাউল করিম কিনা সন্ত্রাসী হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পৌর শহরের দানেজপুর এলাকার বারিক মন্ডলের ছেলে কিনা।
জানা যায়, গতকাল বুধবার বিকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার ওপর সন্ত্রাসী হামলা হয়। দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান, 'ব্যক্তিগত দন্দের জের ধরেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।



