Logo
Logo
×

সারাদেশ

বর্ষার ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ

Icon

বেড়া প্রতিবেদক :

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

বর্ষার ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ

ছবি-সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় ভাঙন অব্যাহত থাকায় দুশ্চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশাহারা এসব পরিবার। হুমকির মুখে রয়েছে একটি মসজিদ, একটি বিদ্যালয়সহ অন্তত শতাধিক পরিবার।

চর বক্তারপুর গ্রামের বাসিন্দা কাশেম শেখ, করিম বিশ্বাস জানালেন, ‘গেল কোরবানির ঈদের দিন নদীতে ভেঙে যায় কয়েকটি বাড়ি। বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা। কেউ বা ঘর ভেঙে রেখেছেন, কিন্তু নতুন করে ঘর তৈরি করতে পারছেন না অর্থাভাবে। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকতে হয়।’

তারা বলেন, অন্তত ৬ বার এই নদীভাঙন দেখেছেন। বর্তমানে যেখানে বসবাস করছেন তারা, আগে নদীর প্রায় আধাকিলোমিটার দূরে বসতবাড়ি ছিল। নদী ভাঙতে ভাঙতে সেখান সরে এসেছেন। পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিলে মানুষ বাঁচবে। তবে এবার একটা স্থায়ী ব্যবস্থা দরকার।’

বেড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হায়দার আলী বলেন, ‘নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন