
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ১১:৪৮ পিএম
মেহেরপুরে বিএনপি অফিসের সামনে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৩৫ এএম

ছবি - সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টায় গাংনী থানা পুলিশের একটি টিম বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী আবির হোসেন বলেন, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে এবং বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।
গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জাইগায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।