
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৩:২৪ এএম
হোল্ডিং ট্যাক্সের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে, দুদকের মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:০৮ পিএম

বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্সের প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপসহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের বিভিন্ন সময়ে চেয়ারম্যান আব্দুর রহিম ওই ইউনিয়নের বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে ট্যাক্স এসেসমেন্ট না করেই ৪৯টি কর ও রেইট আদায়ের রশিদ বই প্রস্তুত করে তার নিজস্ব লোক দিয়ে ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা কর আদায় করেন এবং উত্তোলিত অর্থ নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদের ক্যাশ রেজিস্টারে লিপিবদ্ধ না করে ও ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।