Logo
Logo
×

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৭:০১ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ছবি-সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক যুবকের বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জারুলিয়াছড়ি বিওপির ৪৬ ও ৪৭ পিলারে এঘটনা ঘটে বলে জানিয়েছেন,নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক

আহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার সাবের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সাথে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা নেয়া করত সে। বুধবার সকালে সীমান্তে চোরাই পণ্য আনতে গেলে আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালির নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কক্সবাজার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও সামরিক জান্তার চলমান সংঘর্ষের কারণে সীমান্তের বিভিন্ন জায়গায় মাইন পুতে রেখেছে আরাকান আর্মি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

এর আগে গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়। এ নিয়ে গত এক বছরে স্থল মাইন বিস্ফোরনে অন্তত ১০ জন পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন