
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৮ এএম
পায়রা বন্দরের উন্নয়ন অগ্রগতি অপারেশনাল বিষয়ে মতবিনিময়

কলাপাড়া প্রতিবেদক :
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:০৪ পিএম

ছবি-যুগের চিন্তা
পায়রা বন্দরের উন্নয়ন অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা আজ বুধবার বেলা ১১ টায় পায়রা বন্দর ফার্স্ট টার্মিনাল ভবন মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।
তিনি বলেন, ‘২০২৬ সালের পহেলা জুলাই থেকে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনাল পূর্ণাঙ্গভাবে, পুরোদমে চালু হবে । পুর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রথম টার্মিনাল এখন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। বন্দরের ফার্স্ট টার্মিনাল ও জাহাজ হ্যান্ডলিং এর প্রারম্ভিক সুযোগ সুবিধাদির নির্মাণ কাজ শেষ পর্যায় রয়েছে।’
তিনি জানান, অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯ টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬ টি দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে। এ থেকে সরকার ২০৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এখন দ্রুত ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন সড়কের কাজ সরকার শুরু করবেন। তাহলে সড়কপথে পণ্য পরিবহন সবচেয়ে সহজ হবে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, পায়রা বন্দরের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন জামাল উদ্দিন চৌধুরী। পায়রা বন্দরের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্থনৈতিক ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, পায়রা বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মামুনুর রশীদ, মোংলা, পায়রা, পানগাও এবং ল্যান্ড পোর্ট পরিচালক সুমন হাওলাদার, বিজিএমইএর কো-চেয়ারম্যান মিজানুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি কামাল হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো হুমায়ুন কবির, কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন সভাপতি আব্দুল মুকিম তালুকদার, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন প্রমুখ।