
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৭ এএম
ঘুমধুম সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক :
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০২:২৫ পিএম

ছবি-যুগের চিন্তা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারির ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল নামক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান,বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
লে. কর্নেল খায়রুল বলেন, বুধবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্ত পেরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দিলে তারা সাথে থাকা ব্যাগটি ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।