Logo
Logo
×

সারাদেশ

প্রধান অতিথি নিয়ে দ্বন্দ্বে আটকে গেল বিএনপির সম্মেলন

Icon

ফরিদপুর প্রতিনিধি :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০১:১৩ পিএম

প্রধান অতিথি নিয়ে দ্বন্দ্বে আটকে গেল বিএনপির সম্মেলন

ফরিদপুরে কোতোয়ালি থানা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল বুধবার (২৫ জুন)। কিন্তু সম্মেলন স্থগিত হয়ে গেছে। মূলত অতিথি নির্বাচনে মতানৈক্যে ঝুলে গেছে ফরিদপুর কোতোয়ালি বিএনপির সম্মেলন। এ লক্ষ্যে আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয় ঝিলটুলীতে। ওই সভায় কোতোয়ালি থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দু’জনের নাম নিয়ে আলোচনা করা হয়। এদের একজন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা এবং আরেকজন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। তারা দুজনই জেলা সদরের ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সভা সূত্রে জানা গেছে, কোনো পক্ষই অপরপক্ষকে ছাড় দিতে রাজি হননি কিংবা প্রস্তুতি কমিটিও অতিথি নির্বাচনের বিষয়টি ম্যানেজ করতে সক্ষম হয়নি। ফলে সম্মেলনের তারিখ পিছিয়ে দিয়ে সিদ্ধান্ত ছাড়াই ওই সভা শেষ হয়।

কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি কমিটির সভাপতি হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ নান্নু। এই প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মামুন উর রশীদসহ পাঁচজন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রশিদুল ইসলাম লিটন জানান, সভায় প্রধান অতিথি কে হবেন সে বিষয়ে একমতে পৌঁছাতে পারেননি তারা। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন টিমের নেতৃবৃন্দকে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলাসহ অন্যান্য ইউনিটে সম্মেলন বাস্তবায়নের কেন্দ্রীয় ওই কমিটির প্রধান হিসেবে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান তপন। সদস্যরা হলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকু ও সেলিমুজ্জামান সেলিম।

এদিকে এরইমধ্যে জেলার অন্যান্য থানা কমিটির সম্মেলন শেষ হয়েছে। তবে কোনো কমিটি ঘোষণা করা হয়নি বলে জানা গেছে। ১২ জুলাইয়ের মধ্যে জেলা, মহানগর, কোতোয়ালি ও উপজেলাসহ সকল ইউনিট কমিটির সম্মেলন সম্পন্ন করে জেলা সম্মেলন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন জানান, কর্মী সম্মেলনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কিছুটা ঘাটতি রয়েছে। যার কারণে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে এ সম্মেলন অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসার মোবাইলে একাধিকবার যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফের মোবাইলে যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি। কল কেটে দেন।

বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, ফরিদপুরে সব জায়গায়ই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে হয়তো অতিথি নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সপ্তাহখানেকের মধ্যে এখানেও সম্মেলন অনুষ্ঠিত হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন