
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম
বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার বীজ বিতরণ

বকশীগঞ্জ, (জামালপুর) প্রতিবেদক :
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

ছবি-যুগের চিন্তা
জামালপুরের বকশীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে খরিপ-২ মৌসুমে উফশী আউশ রোপা আমন ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।
সার ও বীজ বিতরণের উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন এই কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলার ১ হাজার ১৫০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফসী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।