Logo
Logo
×

সারাদেশ

মেহেরপুরে দুই বাইকের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

Icon

মেহেরপুর প্রতিনিধি :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:২০ পিএম

মেহেরপুরে দুই বাইকের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

ছবি - প্রকৌশলী মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও অপরজন এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন। বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী ও আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের বাবু মীরের ছেলে। লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখপাড়ায় নানাবাড়িতে বসবাস করতেন আকমল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের উদ্দেশে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার ওপর ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন