BETA VERSION সোমবার, ২৮ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৮:৩৮ এএম

Swapno

সারাদেশ

ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তি

Icon

ইন্দুরকানী ,পিরোজপুর প্রতিনিধি :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:২৫ এএম

ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তি

ছবি - ভেঙে পড়া বেইলি ব্রিজ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ৫টি বেইলি ব্রিজ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। উপজেলার পাড়েরহাট চালনা ব্রিজ থেকে শুরু করে চন্ডিপুরের মালবাড়ি খালে বিধ্বস্ত হওয়া ব্রিজটি পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন খালের উপরে রয়েছে এই ৫টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ।


কলারন-সন্ন্যাসী-মোড়রলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কের এই ব্রিজগুলোর ওপর নির্ভর করেই প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করছে। সম্প্রতি উপজেলার চন্ডিপুরের মালবাড়ি খালের ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বিপদের মুখে পড়েছে এলাকাবাসী। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই সড়কটির যান চলাচল। 


গত ১৯ জুন রাতে কয়লাবোঝাই একটি ট্রাক মালবাড়ি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ফলে ইন্দুরকানীসহ আশপাশের অঞ্চলের হাজার হাজার মানুষের জেলা শহর ও অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন, এমনকি সুন্দরবনগামী মৎস্য ও বনজীবীরাও পড়েছেন চরম দুর্ভোগে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাকি চারটি বেইলি ব্রিজের অবস্থাও ভয়াবহ। কোথাও মরিচায় ক্ষয় হয়ে পাতলা হয়ে গেছে স্টিলের পাত, কোথাও পাটাতন দেবে গেছে। অনেক স্থানে ভাঙা অংশ জোড়াতালি দিয়ে সাময়িক ব্যবহারযোগ্য করা হলেও তা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।


চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরেই এসব ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। হাজার হাজার যাত্রী ও কৃষিপণ্যবাহী ট্রাক এই সড়ক দিয়ে চলাচল করে। এখনই স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
চন্ডিপুর থেকে এই পথে নিয়মিত মোটরসাইকেলে যাতায়াতকারী ব্যবসায়ী আল মামুন  বলেন, বর্ষায় ব্রিজে একটু ব্রেক করলেই চাকা পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এমনকি ব্রিজের পাটাতনের ফাঁকা অংশেও চাকা আটকে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।


বলেশ্বর পরিবহনের চালক বাচ্চু মিয়া জানান, ভারি ট্রাক ব্রিজের ওপর উঠলেই দুলতে শুরু করে। যাত্রীরা আতঙ্কে পড়ে যান। কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না। এছাড়া দুটি বাস বা ট্রাক একসাথে ব্রিজ পার হতে পারে না—এক গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়, অন্যটি পার না হওয়া পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী টি.এম রাজিমুল আলীম রাজু জানান, ব্রিজগুলোর প্রকৃত অবস্থা আমরা জানি। নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন পেলে কাজ শুরু হবে। মালবাড়ি ব্রিজের সংস্কার কাজ শেষ হতে অন্তত ৭-৮ দিন সময় লাগবে।
ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, পাঁচটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ অপসারণ করে দ্রুত নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি। নতুবা শুধু জানমালের ক্ষতি নয়, ইন্দুরকানী উপজেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগও চরমভাবে ব্যাহত হবে।

ইন্দুরকানী বেইলি ব্রিজ ভেঙে ভোগান্তি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com