Logo
Logo
×

সারাদেশ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

Icon

নীলফামারী প্রতিনিধি :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৫৮ এএম

নীলফামারীতে ট্রেনের  ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

ছবি - বাইকে ট্রেনের ধাক্কা

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেঁতুলতলা রেলঘুনটিতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫জুন) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে পলাশবাড়ী এলাকার জ্ঞানদাস কানাইঘাট তেঁতুলতলা রেলঘুন্টিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাহমুদ উন নবী। 

নিহতরা হলেন, চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ (৪০) রায়, সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। 

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, আমার কাকাত ভাইয়ের সাথে কাজে যাওয়ার উদ্দেশে দুজনেই বের আসে আসার পর এখানে কীভাবে কী ঘটল আমি কিছু বুঝতে মেনে নিতে পারছি না। তারা যে মোটরসাইকেলটিতে ছিল সেটির ইঞ্জিন ট্রেনের সাথে লেগে নীলফামারী স্টেশন পর্যন্ত নিয়ে যায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোপাল রায় বলেন, তারা দুজনেই কাকাত ভাই।  আমি যতটুকু জানতে পারলাম তারা কাজে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল। এই ক্রসিং-এ প্রায় দুর্ঘটনা ঘটে। ক্রসিং-এর দুই পাশে দোকান হাওয়ার কিছু দেখা যায় না, গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ওসি জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন