
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
পতিতাপল্লীতে যৌনকর্মীর মরদেহ ওয়ার্ডরোবে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:১৫ পিএম

ছবি-সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে তানিয়া আক্তার (৩০) নামের এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই পল্লীর বাড়িওয়ালা শিরিন-সরোর বাড়ির একটি কক্ষে থাকা কাঠের তৈরি ওয়ার্ডরোবের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যৌনকর্মী তানিয়া বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার রায়পুরা গ্রামের দুলাল সরদারের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ যৌনকর্মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘আজ (২৪ জুন) সন্ধ্যায় খবর পেয়ে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে যৌনকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তানিয়া নামের ওই যৌনকর্মীকে বা কারা হত্যা করে তার লাশ ওয়ার্ডরোবের ভেতরে লুকিয়ে রেখেছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।