ছবি-সংগৃহীত
ইউনিসেফের অল্টারনেটিভ লার্নার প্রোগ্রাম প্রজেক্টের আওতায় বিভিন্ন ট্রেডের ১০০ নারী প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ইউসেপ ঢাকা সাউথ রিজিওনের উদ্যোগে রোববার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে এ সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার শ্যামপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাপলা খানম। বিশেষ অতিথি ছিলেন গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান এবং নাসা গ্রুপের পরিচালক কাজী আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ঢাকা সাউথ রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে তাদের প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন হাফসা ইসলাম।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে অভিভূত হয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন প্রদানের ঘোষণা দেন। প্রধান অতিথি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা স্বীকার করেন।
উল্লেখ্য, ইউসেপ বাংলাদেশ রাজধানীসহ সকল বিভাগীয় শহরে ১৯৭২ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও যুব-যুবাদের জন্য সাধারণ ও কারিগরি শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।



