
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
চকরিয়ায় বিদুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:৩০ পিএম

ছবি-সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৩৮) নামের এক কৃষক মারা গেছে।
মঙ্গলবার (২৪জুন) সকাল ১১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেদাকচ্ছপিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ। নিহত কৃষক রমজান আলী ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।
ইউপি সদস্য ছলিম উল্লাহ বলেন, সকালে নুর আহমদ ধান শুকানোর জন্য বাড়ির পাশের সড়কে বস্তাভর্তি ধান নিয়ে যায়। ধানগুলো শুকানোর জন্য ইলেকট্রিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাটি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। থানা থেকে একদল পুলিশ এসে প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।