
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৫ পিএম
টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক দুই

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:১৮ পিএম

ছবি - অস্ত্র ও ইয়াবাসহ আটক দুজন
কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশি পিস্তল ও ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকার শফি উল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের দমদমিয়া এলাকার মো. আইয়ুবের ছেলে মো. একরাম (২৬)।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থানার কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা মোটরসাইকেলটি থামান। পরে আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা এবং মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ এদের আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।