
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
উখিয়ায় অস্ত্রসহ চাকুরিচ্যুত সেনাসদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

ছবি - আটক চাকরিচ্যুত সেনাসদস্য
কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সেনাবাহিনীর চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তের ডাকাত সর্দার শাহীনের সহযোগী বলে দাবি পুলিশের।
তার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সাথে যোগাযোগেরও অভিযোগ রয়েছে বলে বলছেন পুলিশের সংশ্লিষ্টরা।
সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
মো. আশিক মিয়া (২৭) একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে। সে সেনাবাহিনীর সিপাহি পদ থেকে চাকুরিচ্যুত।
ওসি বলেন, আটক আশিক মিয়া চাকুরিচ্যুত সেনাসদস্য। সে নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত সর্দার শাহীনের গানম্যান হিসেবে সক্রিয় সহযোগী। তার বিরুদ্ধে সীমান্ত দিয়ে আরাকান আর্মির কাছে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মুহাম্মদ আরিফ হোছাইন।