
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৫১ এএম
যশোরের সন্ত্রাসী ডলার গ্রেপ্তার

যশোর প্রতিবেদক :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

ছবি-সংগৃহীত
যশোরের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ তথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেপ্তার ডলার যশোর সদর উপজেলার ষষ্ঠীতলার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তিনি ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে যশোর রেলগেট এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, ডলার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।