
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম
স্কুলে যাওয়া পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:০১ পিএম

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলসের একটি বাস দ্রুতগতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। পাগলু গাড়ি চালাচ্ছিলেন আশরাফুল। আর যাত্রী হিসেবে ছিল তার মেয়ে রুবাইয়া। এ সময় ঘটনাস্থলেই বাবা আশরাফুল নিহত হন আর মেয়ে রুবাইয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আশরাফুল তার মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান নিহতের স্বজনরা।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাসটিকে জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।