BETA VERSION বুধবার, ৩০ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম

Swapno

সারাদেশ

সাবেক সিইসিকে হেনস্তা : যশোরে ৩৪ বীর মুক্তিযোদ্ধার নিন্দা ও ক্ষোভ

Icon

যশোর প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:১৩ এএম

সাবেক সিইসিকে হেনস্তা : যশোরে ৩৪ বীর মুক্তিযোদ্ধার নিন্দা ও ক্ষোভ

ছবি - সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোরের ৩৪ বীর মুক্তিযোদ্ধা। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের দলীয় প্যাডে সোমবার (২৩ জুন) রাতে ৩৪ মুক্তিযোদ্ধাদের নাম ও স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমের কাছে পাঠানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করা মুক্তিযোদ্ধাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম চাকলাদার, জিএম ইউসুফ আলী, আব্দুস সালামসহ জেলার ৩৪ বীর মুক্তিযোদ্ধা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা যিনি সাবেক ইসি। তার ওপর হামলা, অপদস্থ এবং লাঞ্ছনার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদাকে বাড়ির বাইরে ডেকে এনে প্রকাশ্যে তাকে মারধর করে জুতা পরিয়ে দেয়। মুক্তিযোদ্ধা নূরুল হুদা মহান মুক্তিযুদ্ধে একটি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে তার বীরত্বের জন্য কিংবদন্তিতুল্য সুনাম রয়েছে। দেশের এই অন্যতম শ্রেষ্ঠ সন্তানের এহেন অপমানে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিচার দাবি করছি। জনগণের জানমালের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কিন্তু এসব কী হচ্ছে? তা হলে কি দেশে কোনো মানুষ তার আত্মসম্মান রক্ষা করতে পারবে না? দেশ কি নৈরাজ্যের দিকে চলে যাবে? সেটা হতে পারে না। আমরা এ কথা বলতে চাই যে, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তা হলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। তাই বলে এমন ঘটনা মানা যায় না।’

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতার ও বিচার করুক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা। এভাবে প্রকাশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করতে পারে না। এটা একটি সভ্য দেশের ঘটনা হতে পারে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আরেক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করায় বিবৃতি দিয়েছি। এই ধরনের ঘটনায় নিন্দা জানাচ্ছি ও জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে পুলিশে সোপর্দ করে । নুরুল হুদাকে আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা তাকে ঘিরে রেখেছে। তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছে।

সাবেক সিইসিকে হেনস্তা ৩৪ বীর মুক্তিযোদ্ধা নিন্দা ও ক্ষোভ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com