
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ১০:০২ পিএম
ব্যক্তি মালিকানা জমিতে সরকারি অফিস নির্মাণের অভিযোগ

ঝিনাইদহ প্রতিবেদক :
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

ছবি-যুগের চিন্তা
উচ্চ আদালতে মামলা চলমান ও জমি অধিগ্রহণ সম্পন্ন না করে জোরপূর্বক ব্যক্তি মালিকানার জমিতে সরকারি অফিস নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম। এসময় তার ভাই উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আমাদের তিন মালিকের ওয়ারেশ হিসেবে ১৭ জন মালিকের এক দাগে ১২৪ শতক জমি রয়েছে। যা আমরা মালিকগণ পৃথকভাবে ভোগ দখল করে আসছি। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে রেজিষ্ট্রি অফিস নির্মাণের জন্য এই জমির মধ্যে থেকে ২৪ শতক জমি গোপনে অধিগ্রহন করেন।
এক পর্যায়ে আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে মর্মে চিঠি দিয়ে টাকা গ্রহনের জন্য বলা হয়। আমরা এটার প্রতিবাদ করি এবং জেলা প্রশাসকের কাছে গোপনে জমি অধিগ্রহনের বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে টাকা গ্রহনের জন্য চাপ সৃষ্ঠি করে। আমরা টাকা গ্রহন না করে আদালতের আশ্রয় নিই। মামলাটি এখনও আদালতে চলমান রয়েছে। এদিকে আদালতে মামলা চলমান থাকায় অধিগ্রহণ কর্মকর্তারা জমি অধিগ্রহণ গেজেটে প্রকাশ করতে ব্যর্থ হন।
এখনও জমি অধিগ্রহণ সম্পন হয়নি, গ্রেজট প্রকাশও করা হয়নি। তারপরও আমাদের জমিতে জোর করে ঘর নির্মাণ শেষে তা ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের সেই সময়ের স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জোর করে আমাদের জমি অধিগ্রহণ করার জন্য সরকারি কর্মকর্তাদের চাপ প্রয়োগ করেন।